
এই সফটওয়্যারটি মূলত ভিপিএন ইউজ করে এড হোস্ট ব্লক করে রাখে। তাই যে কোনো অনলাইন গেম বা সফটওয়্যার এ থাকাকালীন এড আসতে পারবেনা। যেহেতু ভিপিএন ইউজ করছে তাই মোটামোটি ব্যাটারি ইউস হবে। তাই দরকার হলে অন এবং কাজ শেষে অফ করে রাখবেন।




সফটওয়্যারটি ওপেন করে Menu >ad blocking > host list > Goodby ads by jerryn70 এ yes দিয়ে ব্যাক এসে সফটওয়্যার টি এক্টিভ্যাট করে দিবেন কাজ শেষ।
ধন্যবাদ।
লেখকঃ Jerry Joseph
বাংলা ট্রান্সলেটঃ মুজাহিদ
© TrickBuzz.Net 2015-2020
Add comment