
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? যারা গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ নিতে চান তাদের জন্য আজকের পোস্ট। আজকে আপনারা পাবেন গুগল ড্রাইভে আনলিমিটেড জায়গা। এতে আপনার শুধু ইমেল এড্রেসটাই লাগবে। পাসওয়ার্ডও লাগবে না।
প্রথমে এই লিংকে চলে যান – td.fastio.me
তারপর স্কিনসটের দেখানো মত কাজ করুন।

★ ১ম বক্সে শেয়ার ড্রাইভের নাম দিন।
★ ২য় বক্সে আপনার জিমেইল অ্যাড্রেস দিন।
★ ড্রপডাউন মেনু থেকে যেকোনো একটা কলেজ সিলেক্ট করুন।
★ hCaptcha টি সঠিকভাবে পূরন করুন।
★ “Get” বাটনে ক্লিক করুন।

★ সবকিছু ঠিকঠাকমতো দিয়ে থাকলে এইরকম একটা লোডিং ইন্টারফেস দেখতে পাবেন।

★ কাজ শেষ হলে “OK!” লেখা একটা ওয়ার্নিং পাবেন।
এবার আপনার ড্রাইভ স্টোরেজে গিয়ে দেখুন Share Drives নামে এক অপশন পেয়ে যাবেন।

এখন এখানে এখন থেকে আপনরা My Drives এর মত ডাটা, ফাইল রাখতে পারবেন আনলিমিডেট ভাবে।
যেহেতু শেয়ার্ড ড্রাইভ তাই পারসোনাল ফাইল বা ছবি না রাখাই ভালো। আপনি মুভি বা গেমস রাখতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
© TrickBuzz.Net 2015-2020
Add comment