
আসসালামু আলাইকুম।
আশাকরি সবাই ভাল আছেন?
আছকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রিং আইডি অ্যাপ এর রিংবিট ট্রান্সফার করার বিস্তারিত নিয়মকানুন নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
এর আগে রিং আইডি ক্যাশ আউট করার জন্য তাদের কাছে একটি Screen shot জমা দিতে হয়েছিলো ঠিক সেই রকম এবারো কাজ করতে হবে।
আপনি রিং আইডি থেকে কি ভাবে ইনকাম করছেন কি ভাবে এর প্রচার করছেন আপনার বন্ধদের মাঝে যেমনঃ
Facebook messenger এর মাধ্যমে বিভিন্ন অনলাইন সাইট এর মাধ্যমে পোস্ট করে, Youtube এ ভিডিও করে ইত্যাদি এর মাধ্যমে প্রচার করে ইনকাম করছেন এবং রিং বিট সংরক্ষণ করছেন সেই প্রচার মাধ্যম টির তার একটি Screen shot বা পোস্ট এর লিংক বা Youtube ভিডিও এর লিংক অথবা ভিডিও এর Screen shot তাদের কাছে জমা দিতে হবে এবং আপনার একাউন্ট নাম্বার সেই প্রচার মাধ্যমে থাকতে হবে ঠিক নিছের Screen shot এর মত।

তা হলেই রিং বিট Transfer সিস্টেম টি চালু করে দিবে।
প্রথমে রিং আইডি অ্যাপটি আপডেট না করা থাকলে এখান ক্লিক করে! আপডেট করে দিন
তার পর রিং আইডি অ্যাপ এ ঢুকে এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করেন।

তার পর এই রকম একটা box পাবেন এই box এ রিং আইডি এর প্রচার মাধ্যম এর Screen shot বা পোস্ট এর লিংক বা Youtube ভিডিও এর লিংক অথবা ভিডিও এর Screen shot জমা দিয়ে দিন।

রিং আইডি এর নোটিশ
যদি কোনো RingiD – ব্যবহারকারী প্রতি ১৫ দিন অন্তত একবার RingiD -তে প্রবেশ না করে, তবে তার বিনামূল্যে প্রাপ্ত রিংবিট গুলো বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন বর্তমান ক্যাশ আউট অপশনটি বন্ধ আছে কভিড-১৯ এর কারনে এবং আগামি ৫ আগস্ট ২০২০ এ ক্যাশ আউট অপশনটি চালু হবে আশা করা যাই।
রেফার কোড দিয়ে নতুন একাউন্ট খুলে ৫০ টাকা বোনাস আর প্রতি রেফারে ২০ টাকা বোনাস কেও যদি একাউন্ট খুলেন তা হলে আমার রেফার কোর্ড দিয়ে একাউন্ট খুলতে পারেনঃ 12253725
আমরা সবাই মিলে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করি ও সাধারণ সতর্কতা অবলম্বন করি। নিয়মিত হাত ধুই (২০ সেকেন্ড ধরে), হাঁচি-কাশি দেওয়ার সময় মুখ ও নাক ঢেকে রাখি, এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
ধন্যবাদ।
লেখকঃ Uzzal Mahamud
© TrickBuzz.Net 2015-2020
Add comment