ব্রাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ তাদের সাথে সংযুক্ত করেছে ব্যাংক থেকে সরাসরি বিকাসে টাকা পাঠানোর ব্যবস্থা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো, কিভাবে ব্যাংক থেকে বিকাসে টাকা ট্রান্সফার করবেন এবং কোন কোন ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন।
ব্যাংক ট্রান্সফার
আপনি ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাস কাস্টমার একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে বেনিফিশিয়ারি হিসেবে বিকাস অ্যাকাউন্ট অ্যাড করতে হতে পারে এবং তারপর ফান্ড ট্রান্সফার করতে হবে।
বেনিফিশিয়ারি অ্যাড করার পদ্ধতি
- মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগ ইন করুন।
- Manage beneficiary অপশনে যান।
- নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ একাউন্ট অ্যাড করুন।
- এবার আপনি বেনিফিশিয়ারি বিকাস একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
ফান্ড ট্রান্সফার করার পদ্ধতি
- আপনার ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ বা ওয়েবের মাধ্যমে Fund Transfer অপশনে যান।
- ফান্ড-এর উৎস (একাউন্ট নাম্বার) সিলেক্ট করুন।
- ট্রান্সফার অপশন হিসেবে বিকাস একাউন্ট সিলেক্ট করুন।
- বেনিফিশিয়ারি লিস্ট থেকে বিকাস একাউন্ট সিলেক্ট করুন।
- টাকার পরিমাণ ও রেফারেন্স দিন।
- এবার ব্যাংকের লেনদেন পদ্ধতি অনুসরণ করে সফলভাবে ফান্ড ট্রান্সফার সম্পন্ন করুন।
সার্ভিস ফি
ব্যাংক থেকে বিকাসে টাকা ট্রান্সফার করার জন্য বর্তমানে গ্রাহকদেরকে অতিরিক্ত কোনো ফি দিতে হচ্ছে না। তাই বিকাসের এই সেবাটি এখনো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
http://www.trickbuzz.design/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%93%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%87%e0%a6%87%e0%a6%a1-%e0%a6%95/
স্পেশাল নোট
ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহারকারী, ঢাকা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহারকারী এবং সিটি ব্যাংকের একাউন্ট হোল্ডাররা যারা citytouch DIGITAL BANKING সার্ভিসটি ব্যবহার করেন তারা এখন iBanking–এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফারের সুবিধা পাচ্ছেন। ফান্ড ট্রান্সফার শুধুমাত্র বিকাশ কাস্টমার একাউন্টে করা যাবে।
যে ১৮টি ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করা যাবে
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
- মধুমতি ব্যাংক
- এনআরবি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক
- ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক
- সোশ্যাল ইসলামি ব্যাংক
- ইউনিয়ন ব্যাংক।
- ব্র্যাক ব্যাংক
- ব্যাংক এশিয়া
- সিটি ব্যাংক
- ইস্টার্ন ব্যাংক
- যমুনা ব্যাংক
- মিডল্যান্ড ব্যাংক
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- ঢাকা ব্যাংক
- এনআরবি কমার্শিয়াল ব্যাংক
- সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
অ্যাডমানির ক্ষেত্রে গ্রাহকের ক্যাশ ইন লিমিট প্রযোজ্য হয়। অর্থাৎ একদিনে ক্যাশ-ইন ও অ্যাডমানি মিলিয়ে ৫ বারে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২৫ বারে সর্বোচ্চ ২ লাখ টাকা আনতে পারেন গ্রাহক।
আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Add comment